Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
দুবলহাটি রাজবাড়ী
বিস্তারিত

নওগাঁ জেলা শহর থেকে ০৫ কিলোমিটার দক্ষিনে ঐতিহ্যবাহী দূবলহাটি গ্রামে অবস্থান। নওগাঁর জমিদারদের মধ্যে দুবলহাটির জমিদার হরনাথ অধিক প্রতাপশালী ছিলেন। কথিত আছে, দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগতরাম একজন লবন ব্যবসায়ী, বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারা পত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তাঁরা প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে, এই অঞ্চলে তেমন কোন ফসল উৎপন্ন না হওয়ায় ভুমা মহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র ২২ কাহন কই মাছ কর হিসেবে দিতেন। দুবলহাটির রাজা হরনাথ প্রজাদের বিরুদ্ধে কতগুলো নির্যাতনমূলক ও অপমানকর আদেশ জারি করেন। তাতে প্রজারা ক্ষুদ্ধ হন। এই প্রজা বিদ্রোহের নেতৃত্ব দেন কৃষক নেতা আস্তান মোল্লা। তাঁর বাড়ি হাঁসাইগাড়ী গ্রামে। আনুমানিক ৯০ বছর বয়সে নওগাঁ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

 

 

পথ নির্দেশনাঃ বালুডাঙ্গা থেকে হাপানিয়া। হাপানিয়া থেকে ভ্যান বা অটো রিক্সায় দুবলহাটী রাজবাড়ী যাওয়া যায়। অর্থবা নওগাঁ গোস্তহাটীর মোড় হতে অটোরিক্সা যোগে দুবলহাটী রাজবাড়ী যাওয়া যায়।