Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

ভাষা ও সংস্কৃতি

 

নওগাঁ সদর উপজেলার ভৃ–প্রকতি ও ভৌগতিক অবম্হান এ উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। এখানকার জনগণ দেশের অন্যান্য অঞ্চলের লোকজনের ন্যায়ই পোষাক পরিধান করেন। পুরুষরা সাধারণত লুঙ্গি, গেন্জি, শার্ট ও পান্জাবী পরেন। শিক্ষিতরা শার্ট–প্যান্ট পরেন। হিন্দু পুরুষরা লুঙ্গী ও  ধুতি ব্যবহার করেন। সকলে ধর্মের মেয়েরাই শাড়ী পরেন। অতীতে কাঠের খড়ম ব্যবহারের অভ্যাস থাকলেও বর্তমানে জুতা ও স্যান্ডেল সে স্হান দখল করেছে।

এখানকার প্রধান খাদ্য ভাত  তাছাড়া ডাল, শাক–সব্জি, মাছ, মাংস প্রতিদিনের খাবারের অন্তর্ভুক্ত। এক সময় রুটি খাবার প্রায় ছিলই না। কিন্ত গম উৎপাদন শুরু হওয়ায় লোকজন আস্তে আস্তে রুটি খেতে অভ্যস্ত হচ্ছেন। অতীতে গ্রামাঞ্চলে প্রতিদিন সকালে পান্তা ভাতা খাওয়ার যে প্রচলন ছিল এখন সে স্হান দখল করেছে গরম ভাত। কেউ কেউ রুটি খেতেও শুরু করেছেন। এছাড়া এ অঞ্চলে মুড়ি খাওয়ার প্রচলন রয়েছে বেশ। ফলের মৌসুমে আম–কাঁঠালের ব্যবহার খুবই বেশী। মেয়ে জামাইয়ের বাড়িতে আম–কাঁঠাল ও মুড়ি প্রেরণের রেওয়াজ আছে এখানে।