Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

 

উপজেলা  প্রশাসনের পটভূমি

 

অবিভক্ত ভারতে ব্রিটিশ শাসনের সময়ে আজকের উপজেলাকে থানা হিসেবে অভিহিত করা হয়। সে সময়ের থানা মূলতঃ অপরাধ দমনের জন্য পুলিশী কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ ছিল। যখন থানায় উন্নয়ন কর্মকান্ডের ব্যাপক প্রসার হয় তখন তাকে উন্নয়ন সার্কেল হিসেবে অভিহিত করা হয়। এই উন্নয়ন সার্কেলকে পরবর্তীতে প্রথমে মানোন্নীত থানা এবং সবশেষে উপজেলা হিসেবে নামকরণ করা হয়। নওগাঁ সদর উপজেলা ১৯৮৪ সালের ১ মার্চ উপজেলায় পরিণত হয়। এটি নওগাঁ জেলার ২য় বৃহত্তম উপজেলা। এই জনপদের নাম ’নওগাঁ’ কেন হয়েছিল সে প্রশ্নে প্রচলিত মত এই যে, সন্নিহিত নয়টি চক বা জনবসতির সমন্বয়ে গঠিত  ’নয়গাঁ’ কালক্রমে পরিবর্তিত হয়ে  ’নওগাঁ’ নাম ধারণ করেছে। নওগাঁ বাসীর অনেকেই সংখ্যা উচ্চারণের ক্ষেত্রে নয়কে বলেন ’নও’ বা ’লও’।

অবশ্য একটি জনপদের প্রারম্ভিক পত্তনকালে নতুন অর্থে সংস্কৃত ’নব’ থেকে জাত হিন্দি ’নয়া’ কিম্বা ফারসী ’নও’ (য়েমন–নওরোজ,নওশা) শব্দের সঙ্গে গ্রাম– গাঁও-গাঁ শব্দ যুক্ত হয়েও নওগাঁ নামের উৎপত্তি হওয়া সম্ভব বলে কেউ কেউ মনে করেন। নওগাঁ নামের বানান এবং উচ্চারণে বেশ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ১২৯৫ বঙ্গাব্দে শ্রী মুন্সী শুকুরুল্লা তরফদার কর্তৃক প্রণীত একটি বাংলা অর্থ পুস্তকে নওগাঁকে ’নওগাঁও’ বলা হয়েছে। অন্যত্রও এরকম ব্যবহার লক্ষ্য করা যায়। শহর সন্নিহিত গ্রামবাসীরদের অনেকে একে ’লগাঁও বলেন।