Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

ব্যবসা- বাণিজ্যঃ নওগাঁ সদর উপজেলায় ধানের চাষ ও উৎপাদন বেশী হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক হাসকিং মিল (ধান ভাঙ্গার কল) রয়েছে। এখানে প্রতিদিন প্রচুর পরিমান চাউল তৈরী হয়। এ সকল চাউল, চট্টগ্রাম, ঢাকা, নরসিংদি, চাঁদপুর ও খুলনা অঞ্চলে প্রেরণ করা হয়। পাইজাম ও বি আর-২৮ জাতের চাউল এখানে বেশী তৈরী হয়। এছাড়া বিআর-১১ জাতের চাউল ও বেশী তৈরী হয়।

 

     বর্তমানে নওগাঁ বিসিক শিল্প নগরীতে চিড়া ও মুড়ি তৈরীর অটোমেটিক কারখানা তৈরী হয়েছে। এখান থেকে প্যাকেট জাত মুড়ি সরবরাহ করা হয়।

     চাউল সম্পদের মধ্যে চিনি আতপ ধানের চাউল(আতপ চাউল) প্রচুর পরিমাণে তৈরী হয় এবং দেশের প্রায় সকল জেলায় সরবরাহ করা হয়। ইদানিং হাসকিং মিলের ধানের গুড়া দ্বারা জ্বালানী ও তৈরীর কয়েকটি ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে।

 

     এই উপজেলায় অবস্থিত প্রায় ৩১০ টি হাসকিং রাইস মিলে কর্মসংস্থানের ফলে প্রায় ১৫,০০০ পরিবার উপকৃত হচ্ছে।